৳ ৩৫০ ৳ ২৯৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
জগৎ থেকে বিচ্ছিন্ন একাকী এক কক্ষে বছর বছর বাস করে দেবলীনা। ঘরে তার প্রিয় মৃত সহোদর সৌম্যর ফ্রেম করা ছবি, একদা যে বোনের জন্য আসমানে উঠে ঘুড্ডি ছিঁড়ে আনতে গিয়ে অনন্তলোকে হারিয়ে গিয়েছিল। 'ফ্রেমে বাঁধা সৌম্যর ছবি'- দেবলীনার চেতনায় সৌম্য জীবিত। একাকী কক্ষে তার সাথেই দেবলীনার দিনরাতের কথোপকথন। দু'ভাইবোনের শৈশব ছিল তেপান্তরের মতোই উন্মুক্ত। একদা জঘন্য দানবীয় অন্ধকারে সব ঢেকে যেতে থাকলে পালাতে পালাতে দেবলীনা এসে দাঁড়িয়েছিল বহুবর্ণ ক্যামেরার সামনে। যখন অভিনেত্রী, যখন চারপাশে উজ্জ্বল আলো আর মুখরতা, এক দুঃসহ স্ক্যান্ডালের শিকার হয়ে ফের ডুবতে থাকে অতল গহ্বরে। হাত বাড়ান এই দেশেরই বিশিষ্ট প্রবীণ লেখক নাসিমুল হক। প্রাসাদময় বাড়ির আরেক কক্ষে তারও একাকী বাস। একদা নুসরাত বানু নামে এক প্রগতিশীল আর স্বামীচরণ ভক্তা নারী সাথে মধুর ছিল তাঁর দাম্পত্য বাস। একসময় মৃত্যু হয় নুসরাত বানুর। নিজ স্টাডিরুমে ফ্রেমে ছবি বাঁধাই নুসরাত বানুও নাসিমুল হকের চেতনায় জীবিত। দিনের পর দিন একটি উপন্যাস শুরু করতে না পারার যাবতীয় যন্ত্রণা তিনি নুসরাতের সাথে শেয়ার করেন। দু'জনেরই ফ্রেম ভেঙে যায়। দেবলিনা সামনে এসে দাঁড়ায় যুবক সৌম্য, যে অন্ধকার জগৎ থেকে দেবলীনাকে ফের সূর্য আর জ্যোৎস্নার নিচে দাঁড় করায়। সৌম্য'র সাথে গভীর প্রেমে ভেসে যায় দেবলীনা। আর নাসিমুল হকের সামনে এসে দাঁড়ায় হাজার মাইল দূর থেকে আসা জীবিত নুসরাত বানু। সেও তাঁকে প্রস্তর থেকে ভেঙে বাতাস পৃথিবীর পথ ধরে ছুটতে শেখায়। দেব-মন একাকার হতে থাকে। এইসব আলোছায়াময় অদ্ভুত সব সম্পর্কের পরতে পরতে ঢুকে যায় এই দেশের বর্তমান রাজনীতির হতশ্রী এইডস বিষয়ক বিপন্নতা, জঘন্য স্বার্থপর অবস্থান চিত্র। ফের আলো অথবা অন্ধকারে ঢেকে যায় সব।
Title | : | ঈশ্বরের বামহাত |
Author | : | নাসরীন জাহান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848684301 |
Edition | : | 2008 |
Number of Pages | : | 200 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
নাসরীন জাহান ১৯৬৪ সালে ৫ মার্চ বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে জন্মগ্রহণ করেন।তিনি একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, এবং সাহিত্য সম্পাদক। আশির দশকের শুরু থেকে তিনি লেখালেখি শুরু করেন। উড়ুক্কু উপন্যাসের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। এই উপন্যাসের জন্য লাভ করেন ফিলিপ্স সাহিত্য পুরস্কার। এছাড়া বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার।নাসরীন জাহান কৈশোর থেকে সাহিত্যচর্চার সাথে জড়িত।স্থবির যৌবন, বিচূর্ণ ছায়া, পথ, হে পথ, সারারাত বিড়ালের শব্দ গল্পগ্রন্থগুলো প্রকাশের পর তিনি তার প্রথম উপন্যাস লিখেন। তার রচিত প্রথম উপন্যাস উড়ুক্কু। উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন কায়সার হক। এই উপন্যাসের জন্য তিনি ১৯৯৪ সালে ফিলিপ্স সাহিত্য পুরস্কার অর্জন করেন।১৯৯৪ সালে প্রকাশিত তার দ্বিতীয় উপন্যাস চন্দ্রের প্রথম কলা।তার রচিত উপন্যাসের মধ্যে লি, ক্রুশকাঠের কন্যা, শঙ্খনর্তকী, ঈশ্বরের বামহাত উল্লেখযোগ্য।
If you found any incorrect information please report us